সব

নড়াইলে দু’দিনব্যাপী বিজয় সরকার লোকজ উৎসবের উদ্বোধন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 25th February 2018at 6:16 pm
114 Views

নড়াইল জেলা প্রতিনিধিঃ চারণকবি বিজয় সরকারের ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে দু’দিনব্যাপী বিজয় সরকার লোকজ উৎসবের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার ডুমদি গ্রামে অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। বিজয়
সরকার ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ ইউ এস এম সাইফুল্লাহ, অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, উদযাপন পর্ষদের সদস্য সচিব অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এসএ মতিন, বিজয় সরকার গবেষক সুলতান মাহমুদ, কল্যাণ মুখার্জি, প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ খান, ফরহাদ খান,নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তর মো.শাহীদুল ইসলাম শাহী, মোঃ ইমরান হোসেন, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, প্রতিদিনের কন্ঠের বুলু দাস, তুহিনসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী,অপরদিকে লোহাগড়া সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক কাজী আশরাফ, কালিয়া সাংবাদিক ইউনিটির সভাপতি সাজিদুল ইসলাম শোভন, সাংবাদিক ইউনিটির সকল সদস্য, সমাজের বিভিন্ন স্তরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।বক্তারা বলেন, চারণকবি বিজয় সরকার ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক।

তিনি ইসলাম ধর্মের মর্মবাণী নিয়ে যেমন গান রচনা করেছেন, তেমনি বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। ক্ষণস্থায়ী জীবনে মানুষে-মানুষে থাকবে না কোন বিভেদ, হিংসা-বিদ্বেষ; এটাই ছিল তার গানের মূল উপজীব্য। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দু’দিনব্যাপী লোকউৎসবের মধ্যে রয়েছে-বিজয়গীতি, আলোচনা, কবি ও জারিগান। শনিবার রাতে কবিগান পরিবেশন করেন কবি সমীরণ সরকার ও কবি প্রীতিষ সরকার। আজ রোববার রাতে জারিগান পরিবেশন করবেন কামরুল হাসান ও কেয়া পারভীন। এদিকে, বিজয় সরকার লোকউৎসবে শনিবার সকাল বিভিন্ন পণ্যের মেলা বসেছে।

অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইলের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের হাওড়ার বেলুডে পরলোকগমন করেন। ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে
সমাহিত করা হয়। এ সময় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


সর্বশেষ খবর