সব

কোটালীপাড়ায় স্বামী ও পরিবারের নির্যাতনে স্ত্রী আত্মহত্যার চেষ্টা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 25th February 2018at 6:30 pm
109 Views

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বামী ও পরিবারের নির্যাতনে সার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধু। জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে চিত্রাপাড়া গ্রামের রুহুল আমিন শেখের স্ত্রী নিলুফা বেগম (২৫), স্বামী ও পরিবারের লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে সার খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিলুফা বেগমের মা- পারুল বেগম, বোন- রেবা বেগম, ভাই-পান্না মোল্লা, কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন- দীর্ঘদিন যাবৎ নিলুফা কে নির্যাতন করে আসছে তার পরিবারের লোকজন। স্বামী ও পরিবারের লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরেই সে সার খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ বিষয়ে যোগাযোগ করা হলে নিলুফা বেগমের স্বামী রুহুল আমিন শেখ বলেন- আমি আমার স্ত্রীকে কখনো নির্যাতন করিনি।


সর্বশেষ খবর