নর্দান ইউনিভার্সিটি’র ২৫তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ২৫তম একাডেমিক কাউন্সিলের সভা ১৯ ফেব্রুয়ারি বিশ^বিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিন্ডিকেট কর্তৃক মনোনীত
একাডেমিক কাউন্সিল সদস্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এর প্রফেসর ও নর্দান
ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. কাজী সালেহ্ধসঢ়; আহমেদ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. রাশিদুল ইসলাম।
সভায় ২৪তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা, পূর্বে গৃহীত পরিকল্পনাসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, ৭৫তম সিবিই সভার সিদ্ধান্তের আলোকে অনার্স ও মাস্টার্স এর চুড়ান্ত ফলাফল অনুমোদন, ৪র্থ সমাবর্তন বাস্তবায়ন প্রস্তুতির বিভিন্ন দিক, চলতি সেমিস্টারের এডমিশন অবস্থাসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনামূলক আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
একাডেমিক কাউন্সিলের এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল
করীম, ট্রেজারার মো: আনোয়ার হোসাইন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ ।