সব

গৃহকর্মীকে হত্যার অভিযোগে স্বজনদের সড়ক অবরোধ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 7th March 2016at 9:50 pm
45 Views

1স্টাফ রিপোর্টার ঃ গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ এনে নিহতের স্বজনেরা রাজধানীর কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আজ সোমবার এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।

এতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার মিরপুর-১৩ নম্বরে ন্যাম কোয়ার্টারে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকার একটি ভবনের নিচে জরিনা বেগম (২২) নামের এক গৃহকর্মীর লাশ পাওয়া যায়।

জরিনার স্বজনদের অভিযোগ, জরিনা যে বাসায় কাজ করতেন সে বাসার সরকারি কর্মকর্তার ছেলে ধর্ষণের পর তাঁকে হত্যা করে ছাদ থেকে ফেলে দিয়েছেন।এ ব্যাপারে মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি।

এসবের প্রতিবাদে জরিনার স্বজনেরা আজ সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন।

শাহাবুদ্দিন নামের এক ট্রাফিক পরিদর্শক বলেন, আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেছেন।

সাড়ে ১১টার দিকে পাওয়া শেষ খবরে জানা গেছে, জরিনার লাশ নিয়ে স্বজনেরা মিরপুর-১৩ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন।


সর্বশেষ খবর