শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে নারীরাঃ চুমকি
মুহাম্মদ আতিকুর রহমানঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, শিক্ষক-শিক্ষিকারা বাবা-মায়ের ভূমিকা পালন করছে। নারী হয়ে বঙ্গবন্ধু কন্যা যেমন দেশের নেতৃত্ব দিচ্ছেন। তেমনি দেশের শিক্ষা ক্ষেত্রেও এদেশের নারীরা নেতৃত্ব দিচ্ছেন।
৫ মার্চ সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার নাগরীর ইউনিয়নের মেঘবাড়ী রিসোর্টে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত শিক্ষক সমাবেশ, ল্যাপটপ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় পুরুষের চেয়ে নারীরা বেশী এগিয়ে। কারণ শিশুরা বাবা-মা ও পরিবারের লোকজনের পর সবচেয়ে বেশী সময় বিদ্যালয়ে কাটায়। আর সেখানে মায়ের পর প্রথম মানুষ গড়ার কারিগর হিসেবে নারী শিক্ষকরাই বেশী ভূমিকা রাখেন।
প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীরা যাতে ঝরে না পরে সে ব্যাপারে প্রতিরোধের জন্য
বিদ্যালয়গুলোকে যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এসময় শেখ হাসিনার নৌকায় আবারো ভোট দিয়ে তাকে জাতীয় সংসদে পাঠানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান চুমিক।
কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুঃ মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন প্রমুখ।
এসময় উপজেলার ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শতাধিক শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ৮৪টি ল্যাপটপ তুলে দেন। পরে চ্যানেল আই সেরাকণ্ঠের সংগীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।