রাষ্ট্রপতি ভারত যাচ্ছেন কাল
স্টাফ রিপোর্টারঃ পাঁচদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সফরকালে সেখানে ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি।
বুধবার পররাষ্ট্রমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
তিনি জানান, সফরকালে ১১ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফাউন্ডিং কনফারেন্স অব দি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যান্ড সোলার সামিট’ এ অংশগ্রহণ করবেন।
এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশসহ আন্তর্জাতিক সৌরজগতের প্রায় ২৩টি দেশের সরকারপ্রধান ও নয়টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৫ সালের ৩০ নভেম্বর ‘ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’ এর আওতায় কপ-২১ সম্মেলনের কর্কট ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চলে আংশিক বা সম্পূর্ণরুপে অবস্থিত সৌরশক্তি সমৃদ্ধ জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে আন্তর্জাতিক সৌরজোট প্রতিষ্ঠার উদ্যেগ নেয়া হয়। চুক্তিটি অনুসমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠাতা দেশ হিসেবে যোগদান করে।
সফর শেষে ১২ মার্চ রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।