কারাগারে মির্জা ফখরুল’সহ স্থায়ী কমিটির নেতারা
স্টাফ রিপোর্টারঃ কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কারাগারে প্রবেশ করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
আজ (বুধবার) দুপুর ২টা ৫০মিনিটে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের কাছে বসানো পুলিশের ব্যারিকেড থেকে পায়ে হেঁটে তারা ভেতরে প্রবেশ করেন।
বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার এক মাসের মাথায় তার দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা সাক্ষাতের এই সুযোগ পেলেন।