“ মাত্র দু’লাইনের একটি কবিতা”
তখন দ্বিপ্রহর প্রচন্ড রৌদ্র তাপ ছায়ানেই একটু খানি
কারো আক্ষেপ নেই তাতে, অপেক্ষা নেতা আসবে কখন-
শোনাবে আমৃত্য বাণী ……………
হাজার বছর যে বাণী শোনার অপেক্ষায়
যে কথা বলতে গিয়ে ফাসির কাস্টে ঝুলেছে ক্ষুদেরাম
প্রীতিলতা, নূরলদী, তিতুমীর, সূর্যসেন,
আরো অগ্নিত নাম…………
যে কথা বলতে গিয়ে রক্তে রঞ্জিত রাজপথ,
তবুও হয়নি বলা সে কথা
পুরেনি মনের কথা আজ শোনাতে এসেছি সে কথা …………………
সমর সাজে সেজেছে রেসকোর্স তবু পিনপতন নিস্তব্ধতা
নিরব নিঃশব্ধ নেই কোন কোলাহল,
আগ্নেয়গিরির স্ফুলিঙ্গ এখানে যেন হিম-শীতল
এমনিক্ষনে আসিলেন নেতা শোনাতে সেই, আমরবাণী,
যা শোনার অপেক্ষায় সারে সাত কোটি বাঙ্গালী
আজ শোনাবে সেই মুক্তির বানী।
আকাশ বাতাস মুখরিত ধ্বনিত হোল
জয় বাংলা ! জয় বাংলা ! জয় বঙ্গবন্ধু !!
নিঃশচুপ মহাসমুদ্রের শত কল্লোল গর্জে উঠল
শীতল আগ্নেয়হিরির স্ফলিঙ্গ প্রজ্জলিত হোল
বজ্র-গর্জনে রেসকোর্স ময়দান প্রকশিত হোল
শাসকের মসনদ-এ পতনের ঘন্টা বেজে উঠল
২০লক্ষ হাত উচিয়ে হুংকার দিয়ে বল্ল…………………
নেতা তুমি শোনাও তোমার লালিত স্বপ্নবানী,
যুগ যুগ ধরে ধারণ করে রেখেছ যে কবিতা খানি,
তোমার স্বপ্ন করিব প্রতিষ্ঠা সপথ নিলাম,
প্র্যোজনে দেব জান কথা দিলাম !
অবশেষে ধ্বনিত হল সেই আমার বাণী,
বজ্র কন্ঠে ভেসে এল সেই ছোট্র কবিতা খানি ।
“ মাত্র দু’লাইনের একটি কবিতা”
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম !
এবারের সংগ্রাম সব্ধীনতার সংগ্রাম !!
এম, এ, জামান-(আক্তার)
৭ মার্চ ২০১৮ইং