এইউবিতে নারী দিবসে আলোচনা সভা ও র্যালী
নিজস্ব প্রতিবেদকঃ ৮ মার্চ ২০১৮ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ র্যালী ও আলোচনাসভাসহ নানামুখী কর্মসূচী পালন করেছে। সকাল ১০.৩০ টায় রাজধানীর উত্তরায় র্যালী শেষে এইউবি’র আয়েশা মিলনায়তনে “জিডিটাল বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা ও সম্ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা এইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস সালেহা সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্যবসায় অনুষদের প্রভাষিকা মুক্তাশা দিনা চৌধুরীর উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য, অধাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড ও আই হসপিটালের কনসালটেন্ট ডাঃ শাবনীন রহমান, ১১ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ সিদ্দিকা বেগম, এটিএন বাংলার সংবাদ পাঠিকা তানজিনা পৃথা, এইউবি’র সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাইয়েদা আকতার বেগম, বাংলা বিভাগের প্রধান ড. রিটা আশরাফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর নাসরিন আনোয়ার খান।