সব

নড়াইলের চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th March 2018at 5:36 pm
FILED AS: খেলা
181 Views

নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ
হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান, চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাজী আবুবকর, জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সামচুর রহমান, আব্দুল মান্নান শিক্ষা ট্রাষ্টের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান মোল্যা, লোহাগড়া আদর্শ সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক মরিয়ম সাথী, এসময় আরও উপস্থিত ছিলেন নড়াইল নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তর পত্রিকার নড়াইল প্রতিনিধি মো.শাহীদুল ইসলাম শাহী, নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী, শাহজাহান সাজু লোহাগড়া আকতার মোল্যা, (বাগডংগা) দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, নড়াইল প্রতিদিনের কন্ঠের বুলু দাস, তুহিনসহ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্য বৃন্দ সহ প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়টি এলাকার শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধারা অব্যাহত রাখতে শিক্ষকদের আন্তরিকতা যেমন প্রয়োজন তেমনি
শিক্ষার্থীদের পাঠদানে মনোনিবেশ করতে হবে। তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীরা যেন বিপথগামী না হয় সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের আন্তরিক সহযোগিতার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। বুধবার (৬ মার্চ) বিকালে দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় দৌড়, বস্তা দৌড়, হারিকেন দৌড়, বিস্কুট দৌড়, লাফ, লৌহ গোলক নিক্ষেপ, আম কুড়ানো, যেমন খুশি তেমন সাজ, কবিতা
আবৃত্তি, একক অভিনয়, দেশাত্মবোধক গান, পল্লীগীতি সহ বিভিন্ন ইভেন্টে দুই শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। সমাপণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি.সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর