সব

ঝিনাইদহে দিনব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th March 2018at 5:49 pm
145 Views

জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহে দিনব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা শহরের শেরে বাংলা সড়কে পাশে নারী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। নারী উন্নয়ন মেলা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহিদ হোসেন। সার্বিক তত্বাবধান করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান।

এসময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ।এসময় উপস্থিত ছিলেন লাবন্য মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া সিদ্দীকি, উন্নয়ন ধারা’র সমন্বয়কারী হায়দার আলী,জেলা ব্র্যাক প্রতিনিধি,এইড ফাউন্ডেশন, উন্নয়ন ধারা, লাবন্য, ব্র্যাক সহ বিভিন্ন সামাজিক,মানবাধিকার ও এনজিও সংগঠন এতে অংশ গ্রহন করে।

সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার তাসলিমা খাতুন ,এস,এম সোহেল রানা, প্রদীপ সাহা, ইব্রাহিম হোসেন,শিল্লুর রহমান প্রমূখ। উদ্বোধন শেষে মেলায় ১১টি ষ্টল ঘুরে দেখেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। পরে এক আলোচনা সভা ও ক্রেষ্ট বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও ক্রেষ্ট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকির হোসেন। সেসময় বক্তারা, নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজের সর্বস্থরের মানুষকে এগিয়ে আহ্বান জানান। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জাকির হোসেন নারীদের মধ্যে ক্রেষ্ট বিতরন করেন।


সর্বশেষ খবর