ইভিএমের ২ কেন্দ্রের ফলাফল আ.লী ১২৮২-বিএনপি ১২২১
খুলনা করেসপন্ডেন্টঃ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা ২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ভোট গননা শুরুর ২৪ মিনিটের মধ্যে খুলনায় ইভিএমের দুইটি কেন্দ্রের ফল পাওয়া যায়।
কেন্দ্র ২টি হলো- সোনাপোতা সরকারি প্রথমিক বিদ্যালয় ও পিটিআই এর জসিমউদ্দীন হোস্টেল কেন্দ্র।
বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭১০ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭৭ ভোট।
কেসিসি’র পিটিআই কেন্দ্রে পুরুষ ভোটাররা এবং সোনাপোতা কেন্দ্রে নারী ভোটাররা ইভিএমে ভোট দিয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ মে) খুলনা সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনার কাজ চলছে।