নীরবতা ভেঙে দখলদারিত্বের অবসান ঘটান: ইরান
আমারবাংলা ডেস্কঃ দীর্ঘ দিনের নীরবতা ভেঙে ইহুদিবাদী দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনিদের অধিকার বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (মঙ্গলবার) সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়া নিরস্ত্র ও মজলুম ফিলিস্তিনিদের ওপর গতকাল নির্মম গণহত্যা চালানো হয়েছে।
গাজায় যখন গণহত্যা চলছিল ঠিক তখনি মুসলমানদের পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসে অবৈধভাবে মার্কিন দূতাবাস স্থানান্তরের জন্য মার্কিন সরকার উৎসব পালন করছিল।
মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশের নীরবতার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, এসব সরকার ইসরাইলি ধোকায় পড়েছে। তারা গোপনে ও প্রকাশে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বন্ধুত্ব প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়ে দখলদারদেরকে মানবতাবিরোধী নৃশংস অপরাধ চালাতে উৎসাহ দিচ্ছে। অন্যথায় এ ধরনের অপরাধ অব্যাহত রাখতে ইহুদিবাদীরা সাহস পেত না।
ইসলামি প্রজাতন্ত্র ইরান অতীতের মতো এখনও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহায়তা অব্যাহত রাখবে বলে বিবৃতিত উল্লেখ করা হয়েছে।