সব

খুলনা সিটিতে আওয়ামী লীগের জয়, ভোট ডাকাতি’র অভিযোগ মঞ্জুর

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 16th May 2018at 10:50 am
120 Views

খুলনা করেসপন্ডেন্টঃ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ২৪৬টি কেন্দ্র থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক মেয়র নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। তাঁর নিকটতম ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮হাজার ৯৫৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৬৭ হাজার ৯৪৬। নির্বাচনে ২৮৯টি ভোটকেন্দ্রের অপর তিন কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। মোট ১৫৬১টি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়েছে। এবারের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার ছিলেন ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন এবং নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।

শতাধিক কেন্দ্রে আবার ভোট চান মঞ্জু নির্বাচনে ‘ভোট ডাকাতি’রঅভিযোগ এনে একশরও বেশি কেন্দ্রের ফলাফল বাতিল করে নতুন করে ভোট নেয়ার দাবি জানিয়েছেন বিএনপি’র মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আজ (১৫ মে) সন্ধ্যায় খুলনায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন ধানের শীষের প্রার্থী।

মঞ্জু যখন এই সাংবাদিক সম্মেলন করছিলেন, তখন ভোটের ফলাফল আসতে শুরু করে। আর প্রথম থেকেই আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেকের চেয়ে পিছিয়ে থাকেন মঞ্জু। যত সময় যেতে থাকে, ততই বাড়ছে ব্যবধান।’মঞ্জু বলেন, এখন পর্যন্ত যে ফলাফল আসছে এটা কাঙ্ক্ষিত ফলাফল না। খুলনাবাসী ভোট প্রয়োগ করতে চেয়েছিল। কিন্তু সেই সুযোগ ধুলিস্যাৎ হয়ে গেছে আওয়ামী লীগের ভোট ডাকাতির কাছে।

এর আগে আজ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বিএনপি অভিযোগ করেছে অন্তত ৪০টি কেন্দ্র দখল করে নৌকার পক্ষে ভোট দেয়া হয়েছে। দখল ও জাল ভোট দেয়ার কারণে তিনটি কেন্দ্রে ভোট স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। দিনভর কেন্দ্র দখল ও জাল ভোট দেয়ার অভিযোগ এলেও নির্বাচন কমিশন দাবি করেছে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ‘চমৎকার’হয়েছে। নির্বাচন চলাকালে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া, মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ করেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

অন্যদিকে, নির্বাচন শান্তিপূর্ণ দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনে ভরাডুবি জেনে বিএনপি অভিযোগ করছে।

খুলনা সিটিতে ৩১টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। মোট ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন পুরুষ এবং ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন নারী। পাঁচজন মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সর্বশেষ খবর