৪ দিনের রিমান্ডে অভিনেত্রী কাজী নওশাবা
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর জিগাতলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে আটক অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (০৫ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে উত্তরা পশ্চিম থানার পুলিশ নওশাবাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।