সব

উত্তরায় ছাত্রলীগকে পিটুনি,মটরসাইকেলে আগুন !

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 5th August 2018at 9:54 pm
298 Views

মোঃ শাহজালাল (জুয়েল) নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং গোলচত্বরে ষষ্ট দিনের মতো আন্দোলন করেছে -আইইউবিএটি, উত্তরা হাইস্কুল, বিজিএমইএ ইউনিভার্সিটি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের মাঝে মটরসাইকেল নিয়ে মিসিলের মধ্যে চলে আসে ছাত্রলীগ নেতাকর্মীরা।

শিক্ষার্থীরা একজোট হয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা মটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন কয়েকজনকে ধরে বেধড়ক পিটুনি দেন শিক্ষার্থীরা।

এদের মধ্যে ছাত্রলীগের তুরাগ থানার সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান। পিটুনির সময় ছাত্রলীগ নেতাদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্দ শিক্ষার্থীরা।

রোববার দুপুর আনুমানিক ১ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে আন্দোলনকারীদের প্রতিহত করতে পাঁচ থেকে সাতটি মোটারসাইকেলযোগে ছাত্রলীগের একটি দল এলে তাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।আন্দোলনকারীদের ধাওয়ার মুখে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের মোটরসাইকেল রেখে পালিয়ে যান। তখন ছাত্রলীগের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।

এ সময় পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গেছে।

বিকাল ৩টায় পর্যন্ত শিক্ষার্থীরা হাতে লাঠিসোটা ও রড নিয়ে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে টানটান উত্তেজনা বিরাজ করে।

শিক্ষার্থীদের বিক্ষোভ হাউস বিল্ডিং থেকে জসীমউদ্দীন হয়ে এয়ারপোর্ট পর্যন্ত ছড়িয়ে গেছে। পরিশেষে বিকাল ৪টার দিকে আজকের দিনের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীরা।


সর্বশেষ খবর