শিক্ষার্থীদের রাস্তা পারাপারে পুলিশ মোতায়েন – নড়াইলের পুলিশ সুপার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) সহযোগিতায়, স্কুলের সামনে পুলিশ মোতায়েন, রাস্তা পারাপারে সহযোগিতা, নড়াইলের সড়কের পার্শ্বের স্কুল কলেজের সামনে ক্লাশ চলাকালিন সময় পুলিশ সুপারের উদ্যোগে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্কুল ছুটির পর পুলিশের সহযোগিতায় ছাত্র-ছাত্রীরা মহাসড়ক পার হচ্ছে। থানা পুলিশের পাশাপাশি টাউন ফাঁড়ির পুলিশের সদস্যরাও স্বেচ্ছাসেবীর কাজ করে যাচ্ছে। রাস্তা ঘাটের অবস্থা বিবেচনা করে এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কথা মাথায় রেখে মহাসড়কের পার্শ্বের স্কুল কলেজের গেটের সামনে ক্লাশ শুরু ও ছুটির সময় নড়াইলের পুলিশ ও ট্রাফিক মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে স্কুলে যাওয়া এবং আসার জন্য এমন ব্যবস্থা নেয়া হয়েছে। এখন থেকে থানা ও টাউন ফাঁড়ির পুলিশের সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাবে।
স্কুল কলেজের প্রথম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রের অভিভাবক বলেন, নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন (পিপিএম) সহযোগিতায় এমন সহযোগিতাপূর্ন মনোভাব ও আন্তরিকতা দেখে খুব ভাল লাগছে। এমন চিত্র শুধু শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নয় সব সময় আমরা দেখতে চাই।
এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) আমার বাংলা ২৪কে বলনে , সোমবার (৬আগস্ট) জানান, শিক্ষার্থীদের নির্দিধায় চলাচল করার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। সার্বক্ষনিক এ ধরনের স্বেচ্ছাসেবী কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে নড়াইলের পুলিশ ।