সব

আন্দোলনকারী ও সমালোচকদের ওপর হামলা বন্ধের আহবান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 7th August 2018at 7:12 pm
103 Views

ডেস্ক রিপোর্টঃ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও সমালোচকদের ওপর আক্রমণ বন্ধ করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি আহবান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। একই সঙ্গে সংস্থাটি সরকারের সমালোচনা করার দায়ে আটক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলমের ওপর পুলিশি হেফাজতে নির্যাতনের ঘটনা তদন্ত করার আহবান জানিয়েছে। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এসব কথা বলেছে। এতে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বেআইনিভাবে হামলাকারীদের বিচারের মুখোমুখি করার পরিবর্তে সরকার শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে।

যেসব মানবাধিকার কর্মী ও সাংবাদিক এসব নির্যাতনের খবর তুলে ধরছে, সরকার তাদের টার্গেটে পরিণত করেছে। বিবৃতিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, আবারো বাংলাদেশের কর্তৃপক্ষ সমস্যা সমাধানের সহজ পথ হিসেবে নির্যাতনকে বেছে নিয়েছে।


সর্বশেষ খবর