জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
স্টাফ রিপোর্টারঃ জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকা পৌঁছেছেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন, ৭ই আগস্ট ও আগামীকাল ৮ই আগস্ট তিনি বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
রোহিঙ্গা ইস্যুতে জাপানের আরো জোরালো ভূমিকা আশা করে বাংলাদেশ। এছাড়া সফরে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট সব বিষয়ই আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
এছাড়া জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও উন্নয়ন অংশীদার। জাপানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ চলতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছিল। ফলে জাপান এ অঞ্চল থেকে বিনা প্রতিদ্ব›িদ্ধতায় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। জাপান আগামী ২০২৩-২০২৪ মেয়াদেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদের জন্য প্রতিদ্বন্ধিতা করার ঘোষণা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রী তারো কোনো তার এবারের সফরে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সমর্থন চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে।