বার্নিকাটের গাড়িতে হামলার তদন্ত ডিবিতে
স্টাফ রিপোর্টারঃ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনার তদন্ত করবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়ে দু’একদিনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এর পাশাপাশি মহানগর পুলিশ ওই ঘটনার ছায়া তদন্তে থাকবে জানিয়ে তিনি বলেন, আমরা তদন্ত করে বেশ কিছু তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য বলা সম্ভব নয়।
শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে নৈশভোজ করে বের হওয়ার সময় হামলার মুখে পড়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়ি। ওই সময় বদিউল আলম মজুমদারের বাড়িতেও ঢিল ছোড়া হয়।
পুরো ঘটনা নিয়ে তিনি পরে থানায় জিডি করেন।