শিবগঞ্জ, থানায় পূজো মন্ডব পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার মোঃ এনামূল হক
ফাহিম চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ব্রিগেডিয়ার মোঃ এনামূল হক (বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সাবেক জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা-০১ এর সাবেক সভাপতি) বিভিন্ন পূজো মন্ডব পরিদর্শন করেন।
বুধবার নেতা কর্মিদের সাথে নিয়ে বিভিন্ন পূজো মন্ডব পরিদর্শন করেন।
সনাতন ধর্মাঅবলম্বিদের বাৎসরিক প্রধান মহাউৎসব শ্রী শ্রী শারদীয়া মা দূর্গাউৎসব। তাই আগামী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে লহ্ম করে বিভিন্ন গণ সংযোগ এ যোগদান করছেন বলে জানা যায় তিনি।
তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ থানার এমপি মনোনয়ন প্রত্যাশি জনাব, ব্রিগেডিয়ার মোঃ এনামুল হক। শিবগঞ্জ থানার হিন্দু সম্প্রদায় বাসীর পূজোর সার্বিক পরিস্থিতি স্ব-শরীরে উপস্থিত নেতা কর্মীগণকে সাথে নিয়ে পরিদর্শন করেন। তন্মোধ্যে অন্যতম মনাকষা আদি মিস্ত্রিপাড়া দূর্গা মন্দির পরিদর্শন কালে অএ মন্দিরের কমিটি সহ সকল পূজো পালনকারী নারী পুরুষদের সাথে মত বিনীময় করেন।
এ সময় জনাব ব্রিগেডিয়ার মোঃ এনামূল হক সকল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রতিক নৌকা মার্কার শিবগঞ্জ থানার নৌকার নাবিক হিসেবে লরার জন্যে নমিনেশন পেয়ে নৌকায় মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করে মানষ কণ্যা, বঙ্গবন্ধু শেখ মুজিব কণ্যা, জাতির জনক এর কণ্যা জননেএী শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামীলীগ এর হাত মজবুত করে, শিবগঞ্জ থানায় নৌকা মার্কার কান্ডারী জনাব ব্রিগেডিয়ার এনামূল হক কে নৌকায় ভোট দিয়ে শিবগঞ্জ থানাকে একটি আধুনিক মডেল থানায় পরিণত করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা কে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান।
তিনি আরও বলেন শিবগঞ্জ বাসীর সকল দাবীগুলো চাহিদা অনুযায়ী শাধ্যাঅনুকূল আপ্রাণ চেষ্টা করবো। জনগণ সকলেই পার্শে থাকার প্রতিশ্রুতি জানান জনাব ব্রিগেডিয়ার এনামূল হক কে। অএ পূজো পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন জনাব, শ্রী প্রভাত কুমার সরকার ও সাধারণ সম্পাদক এর দায়িত্বে রয়েছেন শ্রী চিও রঞ্জন রায়। মৃত শিল্পী ছিলেন জনাব আশিশ কুমার সিনহা। সকলেই বর্তমান সরকারের নিরাপওা ব্যাবস্থাপনার প্রশংশনীয় ব্যাবস্থাপনার কথা বলেন। জেলা পুলিশ সুপার জনাব টি এম মুজাহিদুল ইসলাম বিপিএম স্যার সুন্দর সু-শৃঙ্খল নিরাপওা নিশ্চিত করেছেন আমাদের অএ দূর্গোউৎসবের পূজা পালনের কারন জানতে চাইলে কমিটির সকলে বলেন দুষ্টের দমন ও শিষ্টের পালন করাই প্রতি বছরের শরৎকালের নির্দৃষ্ট ০৫ দিন ব্যাপী শ্রী শ্রী শারদীয়া মা দূর্গা দেবীর এ পূজোর উৎসব আমাদের পূর্বপুরুষ হতেই প্রচলিত হয়ে আসছে, তাই এখন আমরাও একি ধারাবাহিকতায় অএ পূজো পালন করে যাচ্ছি।
সকল জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা সকল মানুষজনদের দূর্গোউৎসবে আসার নিমন্ত্রণ জানান। পূজান্তে অতিথীদ্বয়দের বিভিন্ন আপ্যায়ণের জন্যে রয়েছে সু-ব্যাবস্থা, বিভিন্ন ফল মূল ও মিষ্টান্ন জাতীয় প্রসাদ দারা উল্লেখযোগ্য। যথাক্রমে পূজোর ০৫ দিনের আয়োজনের প্রথম দিন হতে ★ ষষ্ঠি পূজো, ★ সপ্তমী পূজো ★ অষ্টমী পূজো ★মহা নবমী পূজো, সর্বশেষ ★ মহা দশমী পূজো পালন শেষে, দেবী মা দূর্গার ঘোটকে আগমন, ও দোলায় গমন এর মধ্যদিয়ে আগামী ০১লা কার্তিক, ১৪২৫ (১৯ অক্টোবর ২০১৮ইং) তারিখ শুক্রবারে অএ পূজার সমাপ্তি হবে।