সিরিজ জয়ে টাইগারদের পরিকল্পনামন্ত্রীর অভিনন্দন
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দনজানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী ও আইসিসি’র সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি। মাননীয় পরিকল্পনামন্ত্রী ক্রিকেট দলের সকলকে শুভেচ্ছা জানান। ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতেখেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আজ বুধবার (২৪ অক্টোবর, ২০১৮) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষেওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ব্যবধানে জিতে নিয়েছে মাশরাফি বাহিনী।