শিবগঞ্জে অবসরপ্রাপ্ত ও বিদায়ী শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা, মাদক ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা
ফাহিমঃ শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল মাঠে অবসরপ্রাপ্ত ও বদলী জনিত বিদায়ী শিক্ষক-শিক্ষিকাদের এক বিদায় সংবর্ধনা, মাদক ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২৪শে অক্টোবর রোজ বুধবার অবসরপ্রাপ্ত ও বিদায়ী শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা, মাদক ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করার জন্যে চাঁপাই নবাবগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার, জনাব টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম বার পিপিএম সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন বলে জানা যায়।
ভারাক্রান্ত মনে, কর্ম ব্যস্ততার কারণে তিনি অএ অনুষ্ঠানে স্ব-শরীরে উপস্থিত হতে না পারায় দুঃখ্য প্রকাশ করেন, সেই সাথে অনুষ্ঠানের কার্যক্রম এর ধারা অব্যাহত রেখে সুন্দর ও সফল সমাপ্তির আশাবাদ ব্যাক্ত করেন।
এদিকে অএ অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেছিলেন জনাব, চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব সিকদার মোঃ মশিউর রহমান, অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ।
অএ অনুষ্ঠানটির সভাপতির আসন গ্রহণ করেন হারুনূর রশিদ (হারুন)। সভাপতি, জনাব মোঃ হারুনূর রশিদ (হারুন), ভারপ্রাপ্ত প্রধান শিহ্মক শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল এর অনুমতিতে অনুষ্ঠানটির সূভ সূচনা করা হয় ।
অনুষ্ঠান টির শুভ সূচনা করেন, শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুলের ছাএবৃন্দের পহ্মে, জনাব মোঃ বারিউল ইসলাম, সভাপতি, ছাএ সংসদ, শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানটি সর্বসাধারণ জনগণ এর জন্যে উন্মুক্ত ছিলো শুরু থেকে শেষ অবদি।
অনুষ্ঠানের কারণ জানতে চাইলে, ছাএদের পহ্মে জনাব পিয়াস ( পৌর ছাএলীগ নেতা) দৈনিকআমারবাংলা২৪.কম.বিডি কে অনুষ্ঠানের লহ্ম উদ্দেশ্য সম্পর্কে অবহিত করে বলেন, অবসরপ্রাপ্ত শিহ্মক মহোদ্বয়গণ দের বিদায় সংবর্ধনা দিয়ে, মাদক, জঙ্গীবাদ হতে ছাএ সমাজ ও অএ শিবগঞ্জ থানায় বসবাসরত এলাকাবাসীদের সকলের পরিবার পরিজনসহ, সকল জনগণ কে সুরহ্মিত রাখার উদ্দেশ্যেই অএ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মাদক জঙ্গীবাদ সমাজ হতে উৎখাত ও চিরতরে বিলিন করণার্থে, বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন অতিথীবৃন্দগণ।
বিশেষ অতিথিদ্বয়, জনাব চৌধুরী রওশন ইসলাম অন্নজন জনাব সিকদার মোঃ মশিউর রহমা। সকল উপস্থিত জনতার উদ্দেশ্যে জানান।
পুলিশ সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আপনাদের সহযোগীতায় নিয়োজিত। মাদক ও জঙ্গী সংস্লিষ্ট কোন কার্যক্রমে কখনোই বর্তমান সরকার কাউকে ছার দিবে না। তারই ধারাবাহিকতায় সরকার এর এই সু-পরিকল্পনার বাস্তবায়নের লহ্মে পুলিশ সদস্যরা জনগণদের উদ্দেশ্যে বলেন, আমাদের পাশে থেকে মাদক জঙ্গী ধমনে ভূমিকা রেখে পুলিশ সদস্যদের সহযোগীতা করুন।
এ বিষয়ে জনাব মোঃ বারিউল ইসলাম, (সভাপতি, ছাএ সংসদ শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল) বলেন ছাএ সমাজ আজ মাদক জঙ্গী সম্প্রিক্ততায় সমপ্রিক্ত। বর্তমান সরকার তথা বাংলাদেশ আওয়ামীলীগ ও সংস্লিট দল একএিত হয়ে পুলিশ জনতা কে সাথে নিয়ে মাদক জঙ্গীবাদ কে বিলিন করতে হবে।
সকল অতিথীবৃন্দরাই একটি কথা জনসাধারণ এর উদ্দেশ্যে বিশেষ করে উল্লেখ করে বলেন, আগামী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগ সরকার এর নৌকা মার্কায় ভোট দিয়ে জ্বয়যুক্ত করে এ দেশ ও জাতীকে এগীয়ে নিতে মাদক, জঙ্গী মুক্ত সমাজ গঠন করে, মধ্য আয়ের দেশ হতে উন্নয়নশীল রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন।