সব

চাঁপাইতে জাল রুপি, পিস্তল, গুলি,ও প্রাইভেটসহ আটক তিন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 25th October 2018at 8:56 pm
145 Views

শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ১০লক্ষ টাকার ভারতীয় জাল রুপি, পিস্তল, ম্যাকজিন, গুলি,ও প্রাইভেট কার সহ ৩জন আটক করেছে পুলিশ। গতবুধবার দিবাগত রাত একটায় দিকে শিবগঞ্জ উপজেলাধীন মোবারক পুর স্কুল মোড় থেকে ১০,০০,০০০ লক্ষ ভারতীয় জাল রূপি, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ও১টি প্রাইভেট কার সহ ৩ জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার সাত রশিয়া মধ্যপাড়া গ্রামের মো. আব্দুস সোবহানের ছেলে টুয়েল (২৫), বিনোদপুর-রসুনচক সাত রশিয়া গ্রামের মান্নান মোড় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মতিউর রহমান বকুল (৩০) ও ঢাকার নবাবগঞ্জ থানার মহব্বতপুর গ্রামর সাগর চন্দ্র সরকারের ছেলে প্রদীপ সরকার (২৮)।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সিকদার মো. মশিউর রহমান জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে শিবগঞ্জ থানার এস.আই রনি সাহা এস.আই মোঃ ফজলুর ও এ. এস. আই রাসেল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মোবারকপুর স্কুল এলাকায় অভিযান চালায় ৩জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।


সর্বশেষ খবর