চাঁপাইনবাবগঞ্জে ২১৪৭ বোতল ফেন্সিডিল সহ আটক -১
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ মাদক বিরোধী অভিযানে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ চর এলাকা থেকে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে চাঁপাই নবাবগঞ্জের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ এর সদস্যরা।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে ফেনসিডিলসহ বাদশা (৫৬) নামে ১ জন আটক করে র্যাব-৫ এর সদস্যরা।
আটক বাদশা (৫৬)সদর উপজেলার লক্ষীপুর এলাকার মৃত এন্তাজ মন্ডলের ছেলে।
র্যাব-৫ চাঁপাই নবাবগঞ্জের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার জনাব মোঃসাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানিয়েছেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলার সদর উপজেলার দক্ষিণচর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় আসামী বাদশার বাথান বাড়ির মাচার নীচ থেকে ২২টি বস্তায় মোট ২১৪৭ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
জব্দকৃত মাদকের মূল্য ২১ লক্ষ ৪৭ হাজার বলে জানান কোম্পানী কমান্ডার মুরাদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী বাদশা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক এর ব্যাবসা পরিচালনার মাধ্যামে দেশের বিভিন্ন এলাকায় প্রেরণ করতো বলে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।