সৌম্য-ইমরুলের সেঞ্চুরিতে জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ
স্টাফ রিপোর্টারঃ একটু ধন্দে লাগতে পারে। ইসলামাবাদে খেলা হলো নাকি জাহানাবাদে। ইসলামাবাদ খ্যাত চট্টগ্রামের মাঠে খেলা কিন্তু চট্টলার কোন তারকা ছিলেন না। জাহানাবাদ তথা খুলনার দুই তারকা সেখানে গিয়ে রাজত্ব করেছেন। সৌম্য-ইমরুল দু’জনেই সেঞ্চুরি করেছেন।
দু’জন ব্যাট হাতে কচুকাটা করলেন জিম্বাবুয়ে বোলারদের। তাদের জোড়া সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচেও ৭ উইকেটে উড়ে গেল জিম্বাবুয়ে। টাইগাররা তাদের হোয়াইটওয়াশের লক্ষ্য পূরণ করলো।
টস হেরে প্রথমে ব্যাট করে ২৮৭ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। বড় লক্ষ্য তাড়ায় বাংলাদেশ তাদের ইনিংসের প্রথম বলেই হারায় ওপেনার লিটন দাসকে। কিন্তু সেই ধাক্কা গায়েই লাগতে দেননি তিনে নামা সৌম্য সরকার ও ওপেনার ইমরুল কায়েস।
তারা দু’জন দ্বিতীয় উইকেট জুটিতে গড়েন ২২০ রানের রেকর্ড জুটি। প্রথমে সেঞ্চুরি পূর্ণ করেন সৌম্য সরকার। এরপর সেঞ্চুরি করেন ইমরুল কায়েস। তাদের ব্যাটে জয়ের পথে বেশ এগিয়ে যায় বাংলাদেশ।
খুলনা থেকে তৃতীয় ওয়ানডের দলে ফেলা সৌম্য সরকার খেলেন ১১৭ রানের ইনিংস। দারুণ ওই ইনিংস খেলার পথে সৌম্যময় দুর্দান্ত সব শট খেলেছেন সৌম্য।
মাঠের বাইরে আছড়ে ফেলেছেন ছয়টি ছক্কা। এছাড়া চার মারের নয়টি। তার আউটের পর জিম্বাবুয়ে সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ইমরুল কায়েস। তিনি থামেন ১১৫ রানের দারুণ ইনিংস খেলে। মাঠে ১০টি চারের পাশপাশি খেলেন দুটি ছক্কার মার।
তাদের আউটের পরে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন বাংলাদেশকে জয়ের প্রান্তে পৌছে দেন। বাংলাদেশ ৪৭ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পায়।