সব

দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি: প্রধানমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 27th October 2018at 12:42 pm
119 Views

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১০ বছর পরিশ্রম করছি। এ পরিশ্রম আমি আমার নিজের ভাগ্য গড়ার জন্য করিনি। সন্তানদের বলেছি, কোনও সম্পদ আমি তোমাদের জন্য রেখে যেতে পারব না। বিদ্যা শিক্ষা দিয়েছি নিজেদের ভাগ্য গড়বে। আমি দেশের মানুষের ভাগ্য গড়তে কাজ করব। দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ ও ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের ছবি আঁকা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুক্রবার বিকেলে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধানমন্ত্রী পুরস্কার প্রদান করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘সকল শিশু আগামীদিনের ভবিষ্যত। আমি চাই, জাতির পিতা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন; আমাদের এই ছেলেমেয়েরাই সেই স্বপ্ন পূরণ করবেও’

শিক্ষা ক্ষেত্রে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সমগ্র বাংলাদেশে যেখানে স্কুল নাই; সেখানে আমরা স্কুল করে দিচ্ছি। পাশাপাশি যেখানে সরকারি কলেজ বা স্কুল নাই; সেখানে আমরা সরকারি কলেজ ও স্কুল করে দিচ্ছি। তিনশর কাছাকাছি কলেজ আমরা সরকারিকরণ করে দিয়েছি। ২৬ হাজার প্রাইমারি স্কুল আমরা সরকারিকরণ করে দিয়েছি। এভাবে আমরা শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি।’

বঙ্গবন্ধুর ৯৬, ৯৭ ও ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নগদ অর্থ, সনদ এবং বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত কমিকস (গ্রাফিকস নভেল) তুলে দেন প্রধানমন্ত্রীও

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে, ছেলেমেয়েরা সুশিক্ষায় সুশিক্ষিত হবে। আজকের যে শিশু আগামীদিনে তারাই তো দেশ চালাবে। এই শিশুদের মধ্যে থেকেই কেউ না কেউ আমার মতো প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় ব্যবসায়ী হবে, বড় বড় চাকরি করবে, দেশ চালাবে। দেশের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করবে, বিভিন্নভাবে নিজেদের জীবনটাকে গড়ে তুলবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, উৎসাহিত করতে। আমি মনে করি, খেলাধুলা, চিত্রাংকন, সাংস্কৃতিক চর্চা- এগুলো আমাদের ছেলেমেয়েদের সুন্দর জীবন গড়ার সুযোগ করে দেবে। জীবনকে সুন্দরভাবে দেখার সুযোগ করে দেবে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি শেখ হাফিজুর রহমান।


সর্বশেষ খবর