বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
স্টাফ রিপোর্টারঃ তিন ম্যাচ সিরিজের টুর্নামেন্টে জিম্বাবুয়েকে ধবলধোলাই দেয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার (১১৭) ও ইমরুল কায়েস (১১৫)।
বাংলাদেশ প্রথম ম্যাচে জিতেছিল ২৮ রানে। এরপর চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজের ট্রফি নিশ্চিত হয়। শেষ ম্যাচে ইমরুলরা বেশ দাপুটে ক্রিকেট খেলেছেন। ৭ উইকেটের জয় এসেছে ৪৭ বল হাতে রেখে।
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এদিন টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠান। নির্ধারিত ৫০ ওভারে সফরকারীরা ৫ উইকেটে ২৮৬ রান তোলে। জবাবে সৌম্য-ইমরুলের দুর্বার ব্যাটিংয়ে বাংলাদেশ ৪২.১ ওভারে দুর্দান্ত জয় পায়।
ওয়ানডে সিরিজের ধবল ধোলাইয়ের ক্ষত নিয়ে আগামী ৩ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে।