সব

নড়াইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th November 2018at 2:27 pm
91 Views

স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে নড়াইল জেলার সকল পুলিশ কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুউদ্দীন আহম্মেদ, সহকারি পুলিম সুপার জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) মেহেদী হাসান, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমান, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস, নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনসহ নড়াইল জেলার সকল থানার কর্মকর্তাবৃন্দ।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক বুলু দাস, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভা চলাকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশের মধ্যে যেন কোনো প্রকার গ্রুপিং তৈরি না হয় সেদিকেও সতর্ক থাকার নির্দেশ দেন। কোথাও কোনো প্রার্থী ভোট কাটার চেষ্টা করলে সাথে সাথে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সকলকে নির্দেশ দেন। সেই সাথে সরকার দলীয় প্রার্থীদের কোনোরূপ অনৈতিক সুবিধা দেওয়া থেকে বিরত থাকার জন্যও তিনি বলেন। জনগণের ভোটেই যাতে প্রার্থীরা নির্বাচিত হয় সে লক্ষ্যে পুলিশকে সর্বদা সজাগ থাকতে হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সকলকে নির্দেশ দেন।

মতবিনিময় সভা চলাকালে বিভিন্ন থানার কর্মকর্তাবৃন্দ নানা সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার সেগুলি সমাধানকল্পে নানা দিক-নির্দেশনা দেন। সেই সাথে ভোট চলাকালে সকলকে পুলিশ সুপারের সাথে যোগাযোগ রাখার জন্যও বলেন।


সর্বশেষ খবর