সব

নড়াইলে দুর্বৃত্তরা পেট্রলদিয়ে পুড়িয়ে দিয়েছে সয়ামিল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th November 2018at 2:31 pm
108 Views

স্টাফ রিপোর্টারঃ নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের মাইগ্রাম চৌরাস্তায় অবস্তির স’মিল টি পেট্রল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মটিয়াডাঙ্গা গ্রামের মৃত জালাল শেখের ছেলে জয়নাল অনেক পরিশ্রম মাধ্যমে একটি সোয়ামিল করে জীবিকা নির্বাহ করিতে ছিল।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১টার সময় দুর্বত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায় সোমিলের ম্যাশিন, যন্ত্রপাতি ও ঘর পুড়ে ভষিভুত হয়েছে।

মিলের পাশের বাড়ি আশরাফ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন রাত ১টার দিকে আমার স্ত্রী মিলের দিক থেকে বিকট শব্দ শুনতে পেয়ে আমাকে ডাক দেয়। আমি ঘুম থেকে উঠে দৌড়ে মিলের দিকে এসে দেখি আগুনে মিল পুড়ছে। আমি আগুন আগুন বলে চিৎকার করলে আসে পাশের আরো কয়েকজন লোক আমরা সাথে আগুন নেভানোর চেষ্টা করে । পাশে পানি না থাকার মিল পুড়ে সব শেষ হয়ে যায়।

মিল মালিক জয়নাল কেদে কেদে বলেন, সারা জীবনের সঞ্চয় দিয়ে এই মিলটি করেছিলাম কে বা কারা মিলটি পুড়িয়ে দিয়ে আমাকে পথের ফকির বানিয়ে দিয়ে গেল। আমি এর উপযুক্ত বিচার চাই।

এ বিষয় আমি থানায় একটা জিডি করেছি জিডি নং-২৪২।লোহাগড়া থানার অফিসার ইন-চার্জ প্রবির কুমার বিশ্বাস,  আমার বাংলা২৪কে বলেন, তদত্ত করে এ বিষয় আইনানুক ব্যাবস্থ্া গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর