মাওয়াবাদী হামলা, ল্যান্ড মাইন বিস্ফোরণে উড়ে গেল CISF-এর বাস
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th November 2018at 2:50 pm
FILED AS: আন্তর্জাতিক
92 Views
আন্তর্জাতিক ডেস্কঃ ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় ফের মাওবাদী হামলা। এবার মাওবাদীদের ফাটানো ল্যান্ড মাইনে উড়ে গেল সিআইএসএফ-এর বাস। ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ সিআইএসএফ জওয়ান রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
বাচেলি এলাকায় এই হামলার পর গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই নিয়ে গত ১০ দিনে ছত্তিসগড়ে দ্বিতীয়বার হামলা চালাল মাওবাদীরা। বিধানসভা ভোটের মুখে বার বার মাও হামলায় চিন্তিত কেন্দ্রও।