সারা দেশে র্যাব-পুলিশের নিরাপত্তা জোরদার
স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার যেমন কমতি নেই, তেমনি কোন স্বার্থান্বেষী মহল অপতৎপরতার সুযোগ নিতে পারে এমন আশঙ্কাও রয়েছে জনমনে।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেকোনো অপতৎপরতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, র্যাব ও পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে রয়েছে বিশেষ নজরদারী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সড়কপথ, রেলপথ, নৌপথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
রাজধানীতে যেকোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় বুধবার থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। বাড়ানো হয়েছে র্যাব-পুলিশের টহল, রাজধানীর প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।
পোশাকধারী বাড়তি পুলিশ সদস্যদের পাশাপাশি দায়িত্বে নিয়োজিত থাকবেন বিপুল পরিমান সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।
র্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি বীনা রানী দাস জানান, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন জনজীবন চলমান রাখতে র্যাবের রোভাস্ট পেট্রোলিং চলমান রয়েছে।
আরামবাগ-ফকিরাপুল-কাকরাইল মোড়-শাহবাগ- দোয়েলচত্বর-হাইকোর্ট মাজার – মতিঝিল–মালিবাগ–মৌচাক-মগবাজার মোড়–রমনা হয়ে আমাদের এ পেট্রোলিং চলতে থাকবে।