একুশে টিভির নতুন মালিক এস আলম গ্রুপ
স্টাফ ডেস্ক ঃ বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে`র মালিকানা পরিবর্তন করা হয়েছে। বুধবার টেলিভিশন চ্যানেলটির আগের মালিক নতুন মালিক এস আলম (সাইফুল ইসলাম) গ্রুপের কাছে মালিকানা হস্তান্তর করেছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নানা চড়াই-উৎরাই পেরিয়ে এ পর্যন্ত আসা টেলিভিশন চ্যানেলটির এক সিনিয়র রিপোর্টারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি টাইমনিউজবিডিকে জানান, তারাও এ রকম খবর জানতে পেরেছেন। এর বেশি কিছু বলতে পারবেন না।
বিষয়টি নিয়ে আরেক রিপোর্টারের কাছে জানতে চাইলে তিনি বলেন, খবরটি সঠিক। আপাতত এর বেশি কিছু তিনি বলতে পারবেন না। তবে, এ বিষয়ে টেলিভিশন চ্যানেলটির আগের মালিক বা নতুন মালিকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে, চ্যানেলটিতে কর্মরত মাঠ পর্যায়ের রিপোর্টার ও অন্যান্য কলা-কুশলিদের অনেকেই এখনও মালিকানা পরিবর্তনের বিষয়ে কিছু জানেন না বলে চ্যানেলটিতে খোজ নিয়ে জানা গেছে। এদিকে, অপর এক সূত্রে জানা গেছে, একুশে টিভির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল হয়েছে। আজ (বুধবার) চ্যানেলটির পরিচালক মন্ডলীর বোর্ড সভায় উপস্থিত ছিলেন নতুন কর্মকর্তারা।
জানা গেছে, মোহাম্মদ সাইফুল আলম ও আব্দুস সামাদকে যথাক্রমে একুশে টেলিভিশন লিমিটেডের (ইটিভি)নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। ওই বোর্ড মিটিংয়ের মাধ্যমে একুশে টেলিভিশন লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকসহ অন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে পরিচালনা পর্যদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। একুশে টেলিভিশন লিমিটেডের সব সদস্য নতুন পরিচালনা পর্যদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছেন।