গাজীপুরে যুবলীগের যুব সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃঃ গাজীপুর মহানগর আওয়ামী যুব লীগের উদ্যোগে রাজবাড়ি রোডে দলীয় কার্যালয় প্রাঙ্গনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর বুধবার বিকালে অনুষ্ঠিত ওই যুব সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকাল রাসেল।
যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল। এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, সদস্য আব্দুল হাদি শামীম, এবিএম নাসির উদ্দিন নাসির প্রমুখ।
সমাবেশে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের শত শত নেতাকর্মীর অংশ গ্রহনে ওই এলাকা লোকারণ্য হয়ে যায়।
উপস্থিত নেতাকর্মী ও স্থানিয়দের কাছে মোঃ জাহিদ আহসান রাসেল এমপি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগী কামনা করে যুব লীগনেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দুই দিনের দুনিয়াতে আমরা এসেছি, এই দুই দিনের দুনিয়ার জন্য আপনারা কারও ক্ষতি করবেন না, কাউকে কষ্ট দিবেন না, কারও জমি দখল করতে যাবেন না। আপনাদের দোয়ায় আমি গত তিন বারের এমপি থাকাবস্তায় যে ভাবে কারও ক্ষতি করি নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলি নাই। অতিতে যে ভাবে আমি আমার প্রয়াত পিতার মত সততার সাথে কাজ করেছি, সকলের দোয়ায় ভবিষতেও যেন আমি ওই সততার সাথেই কাজ করে যেতে পারি। এসময় তিনি উন্নয়নেরযে ধারা বইছে তা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আনুরোধ জানান।