শিকাগোয় হাসপাতালে সন্ত্রাসী হামলায় নিহত ২
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হানা৷ এবার ঘটনাস্থল শিকাগো৷ মিচিগান এ্যাভিনিউয়ের মার্সি হাসপাতালের সামনে বন্দুকবাজের হানায় নিহতদু’জন৷ গুরুতর জখম চারজন৷
পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে৷ হতাহতে কোনও খবর নেই৷ এখনও খোঁজ মেলেনি হামলাকারীদের৷ মার্সি হাসপাতালের দখল নিয়েছে পুলিশ৷
হামলাকারীরা দলে অনেকেই ছিল বলে মনে করা হচ্ছে৷ যার মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে৷ পুলিশের গুলি জখম এক বন্দুকবাজ৷ জানা যাচ্ছে আততায়ীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম এক পুলিশ অফিসার৷ ঘটনাস্থলে পৌঁছেছে ১০টি অ্যাম্বুলেন্স৷ ঘটনাস্থলে ডাকা হয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষীদের৷
বন্দুকবাজের হামলায় শহরজুড়ে আতঙ্কের রেশ৷ ঘটনাস্থলে গিয়েছেন শিরাগোর মেয়র ইমানুয়েল৷ এক প্রত্যক্ষদর্শী জানান, ‘বাইরে বিকট শব্দ৷ আমরা ভয় পেয়ে যাই৷ তারপরি দেখি বন্দুকবাজরা হাসপাতালের বাইরে গুলি চালাচ্ছে৷’