সব

আস্থায়ী এটর্নি জেনারেল উইটেকারের বিরুদ্ধে মামলা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 20th November 2018at 7:13 am
106 Views

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়ন প্রাপ্ত আস্থায়ী এটর্নি জেনারেল ম্যাথিউ উইটেকার, যেন স্থায়ী নিয়োগ না পান সে জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্রেট দলের তিনজন সেনেটর আদালতে মামলা ঠুকে দিয়েছেন।

এই সেনেটররা হলেন, কানেটিকাট থেকে সেনেটর রিচার্ড ব্লুম্যানথাল, রোড আইল্যান্ড থেকে স্লেডন হোয়াইটহাউজ, হাওয়াই থেকে মেইজ হিরোনো।

এটর্নি জেনারেল জেফ সেশনসকে অপসারন করার পর, ম্যাথিউ উইটেকার স্থলাভিষিক্ত হওয়ায়, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত হুমকির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন অনেক ডেমোক্র্যাট।

নিয়োগ পাওয়া ম্যাথিউ উইটেকার ইতোপূর্বে এ তদন্তের সমালোচনা করেছিলেন। ফলে বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান পার্টির একাধিক সদস্যও এ তদন্তের ভবিষ্যৎ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে ওই তদন্তকাজ বহাল রাখার দাবিতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েক হাজার বিক্ষোভকারী।

বিক্ষোভকারীদের দাবি ছিল, অ্যাটর্নি জেনারেল পরিবর্তনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার সংযোগ তদন্তের কাজ থেকে যেন রবার্ট মুলারকে সরিয়ে দেওয়া না হয়।

সূত্রঃ VOA


সর্বশেষ খবর