সব

নর্দান ইউনিভার্সিটি ও ডায়াকোনিয়া জার্মান এডুকেশন সোসাইটির মধ্যে সমঝোতা চুক্তি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 20th November 2018at 7:36 pm
91 Views

নিজস্ব প্রতিনিধিঃ ১৮ নভেম্বভর, ২০১৮ তারিখে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ডায়াকোনিয়া জার্মান এডুকেশন সোসাইটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, উপাচার্য, প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য, প্রফেসর ড. আনোয়ারুল করিম, ডিরেক্টর আইটি, সা’দ আল জাবির আব্দুল্লাহ, রেজিস্ট্রার, লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী, ডিনবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের জার্মান ভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান ডায়াকোনিয়া জার্মান এডুকেশন সোসাইটির পক্ষে ডায়াকোনিয়া বাংলাদেশ এর সিইও জনাব মোঃ রেজাউল করিম, ডায়াকোনিয়া জার্মান এডুকেশন সোসাইটির ম্যানেজিং পার্টনার ও সিনিয়র এডভাইজার জনাব সালমান হায়দার প্রমূখ।

এই চুক্তির আলোকে ডায়াকোনিয়া জার্মান এডুকেশন সোসাইটি ইউরোপে বিশেষ করে জার্মানিতে স্বনামখ্যাত বিভিন্ন বিশ^বিদ্যালয়ে মাস্টার্স শ্রেণী ও পিএইচডি গবেষণায় নর্দানের শিক্ষার্থীদের স্কলার্শিপসহ ভর্তির সুযোগ করে দিতে কনসালটেন্সি করবে।


সর্বশেষ খবর