সব

তনু হত্যার বিচারের দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ৩০ মার্চ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 28th March 2016at 12:13 am
43 Views

5আমার বাংলা ডেস্কঃ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, আগামী ৩০ মার্চ বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত মানববন্ধন করা হবে। নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ তনু হত্যাকারীদের বিচার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

রোববার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের পূবালী চত্বরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য শেষে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

এসময় তিনি হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

ইমরান এইচ সরকার বলেন, সেনানিবাসে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে। যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারেনা। সেখানে কীভাবে তনুকে ধর্ষণের পর হত্যা করা হলো ? আমরা চাই না সেনাবাহিনীর হাতে রক্তের দাগ, ধর্ষণের কালিমা থাকুক। তনুর ঘাতকদের সনাক্ত করে বিচারের দায়িত্ব সেনাবাহিনী নিতে পারে। এতে করে সারা বিশ্বে সেনাবাহিনীর ভাবমূর্তি বৃদ্ধি পাবে। আমরা চাই সেনাবাহিনী সিভিল প্রশাসনকে সহায়তা করুক।

ইমরান এইচ সরকার বলেন, বাংলাদেশ সরকার বিচারের ক্ষেত্রে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড রাখতে পারতো, কিন্তু তা রাখা হয়নি। আমরা চাই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হোক। এটা সরকারের কাছে আমাদের দাবি।

 


সর্বশেষ খবর