ভবনের ছাদ থেকে পড়ে নিহত
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বংশালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শাহাদাৎ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
রোববার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল নর্থ সাউথ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহাদাৎ লক্ষ্মীপুর সদর উপজেলার মোস্তফা হোসেনের ছেলে।
তার স্ত্রী পপি আক্তার জানান, শাহাদাৎ কয়েক মাস আগে ওমান থেকে বাংলাদেশে আসেন। শারীরিক অসুস্থতার কারণে গত শুক্রবার চিকিৎসার জন্য বংশালে তার ভগ্নিপতি রিয়াজ উদ্দিনের বাসায় আসেন তিনি।
বিকেলে ওই বাসায় ছাদে উঠলে হঠাৎ পা ফসকে পড়ে যান। উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।