নর্দান ইউনিভার্সিটি ও নেপালের এলিট অ্যাপ্রেন্টিস এডুকেশন সোসাইটির মধ্যে সমঝোতা চুক্তি
নিজস্ব প্রতিবেদকঃ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও নেপালের এলিটঅ্যাপ্রেন্টিস এডুকেশন সোসাইটির মধ্যে গত ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের বোডরুমেএনইউবির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে একটি সমঝোতা স্মারকস্বাক্ষরিত হয়।
এই সমঝোতা চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, বাণিজ্য অনুষদের ডিন ও ট্রেজার (ইনচার্জ) প্রফেসর ড. মোশাররফ এম. হোসাইন, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী, পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর সরদার মাহমুদ হোসেন ও সহকারী অধ্যাপক বিলকিস বানু এবং নেপালের এলিট অ্যাপ্রেন্টিস এডুকেশন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান প্রদীপ পাউডেল ও স্থানীয় প্রতিনিধি এ.কে শাহেদ হোসেন প্রমূখ।
এই চুক্তির আলোকে এলিট অ্যাপ্রেন্টিস এডুকেশন সোসাইটির মাধ্যমে নেপালের স্বনামখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি গবেষণায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা স্কলার্শিপসহ ভর্তির বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে।