চাঁপাইনবাবগঞ্জে ১৯ দিনে ১৭ টি পিস্তল ৫৯ রাউন্ড গুলি ও ১৭ টি ম্যাকজিন উদ্ধার
জেলা প্রতিনিধিঃ রাজশাহী সেক্টর কমান্ডারের নেতৃত্বেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ভারত হতে অবৈধভাবেবাংলাদেশে নিয়ে আসা ৩টি ওয়ান সুট্যার পিস্তল উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে (৫’ডিসেম্বর)তারাপুর মাঠ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার হয়। তবে এই অভিযানে কাউকে আটক করতেপারেনি বিজিবি।
এ নিয়ে টানা ১৯ দিনে (১৭ নভেম্বর-৫ ডিসেম্বর)চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কর্তব্যরত দুটি বিজিবি ব্যাটালিয়নের (৫৩ ও ৫৯) চলমান ওপৃথক ৮টি অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ১৭টি আগ্নেয়াস্ত্র, ৫৯রাউন্ড গুলি ও ১৭টি ম্যাগাজিন উদ্ধার হল।
চাঁপাইনবাবগঞ্জে ৫৩বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেলজনাব সাজ্জাদ সরোয়ার মঙ্গলবার রাতের অভিযানটি নিশ্চিত করেছেন। বুধবার তিনি জানান, গোয়েন্দাতথ্যের ভিত্তিতে মাসুদপুর বিওপির আওতাধীন এলাকায় সেক্টর কমান্ডার কর্নেল জনাবমুশফিকুর রহমান মাসুম ও তাঁর নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
অভিযানে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪/৫-১ এস হতে বাংলাদেশের৫শ গজ ভেতরে একটি জঙ্গলময় স্থান হতে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি কর্তৃক ভারত থেকেআনা অস্ত্রগুলি উদ্ধার হয়।
উদ্ধার ৩ লক্ষ টাকা জব্দ মূল্যের ৩টি আগ্নেয়াস্ত্র শিবগঞ্জথানায় জমা করার কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেওজানান লে. কর্ণেল জনাব সাজ্জাদ।