সব

শান্তিপূর্ণ একাদশ জাতীয় নির্বাচন উপহার দিতে প্রস্তুুত চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 9th December 2018at 6:17 am
85 Views

ফরহাদ রাজ ফাহিমঃ আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে যেতে পারে সে লক্ষে জেলা পুলিশের পর্যাপ্ত সদস্যদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম পিপিএম-বিপিএম বার।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স কার্যালয়ে অনুষ্ঠিতব্য পুলিশের মাসিক কল্যাণ সভায় এ নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার। তিনি আরো বলেন, জেলায় জঙ্গীবাদ ও মাদকবিরোধী অভিযানে অতিতের চেয়ে পুলিশের অভিযান ব্যাপকহারে বাড়ানো  হয়েছে। অনেক মাদক ব্যবসায়ী থানা পুলিশ ও ডিবি পুলিশের নিরলশ দুঃশাহসিক অভিযানের ভয়ে গাঁ ঢাকা দিয়েছে। শহর ও গ্রামের বিভিন্ন নামকরা মাদকের স্পট আজ বিলুপ্ত হয়েছে।
মাদক সেবনকারীদেরও হয়েছে অনেক বিচার, মাদকের সাথে জরিত ক্রেতা বিক্রেতার জন্যে কোনো ছার নেই বলেও জানান জেলা পুলিশ সুপার। এ বিষয়ে জিরো টলারেন্স বলেও তিনি জানান। ভবিষৎতে মাদকের দিকে যেনো আগাতে কোনো ভবিষৎ প্রজন্ম না পারে সে দিকেও নজরদারী জোরদার করা হয়েছে বলে জানা যায় অএ অনুষ্ঠানে।
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম পিপিএম বিপিএম বার তাঁর বক্তব্যে আরো বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যে কোন অঘটন ও ঝামেলা মোকাবেলা করতে পুলিশের টিম মাঠে কাজ করবে। সকল অপশক্তির মোকাবেলায় এখন পুলিশ স্ব-চেষ্ট।
মাদক, জঙ্গীবাদরোধে পুলিশ বদ্ধ পরিকর। পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে নিজনিজ অবস্থানে দায়িত্ব পালন করার আহবান জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম পিপিএম বিপিএম বার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইকবাল হোছাইন, শিক্ষা নবিস সহকারী পুলিশ সুপার সাকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার আব্দুল হাই সরকার।
আরো উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান পিপিএম, ডিবি ওসি বাবুল উদ্দিন সরদার, ওসি নাচোল চৌধুরী জোবায়ের আহমদসহ সকল থানার অফিসারগণ ও উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ  অএ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভার অএ অনুষ্ঠানের শেস্বার্ধে, পুলিশ কর্মকর্তাদের ভাল কাজের জন্য পুরষ্কার হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে নগদ/চেকে অর্থ প্রদান করেন জেলা পুলিশ সুপার জনাব টিএম মুজাহিদুল ইসলাম পিপিএম বিপিএম বার। পুরষ্কৃত পুলিশ সদস্যগণদের এতে খুবি সন্তুোষ প্রকাশ করতে দেখা যায়।
প্রতিটি ভালো কাজের জন্যে পুরষ্কার ও মন্দ কাজের জন্যে তিরষ্কারি পুলিশ সুপার জনাব টিএম মুজাহিদুল ইসলাম পিপিএম বিপিএম বার এর নৈতিকতা। তার এই মহৎ নৈতিকতায় চমৎকার কাজের পরিকল্পনার বাস্তবায়নে অএ আনুষ্ঠানিকতার মাধ্যমে সমস্ত পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের নৈতিক কাজের মূল্যবোধের মাইল ফলক দৃষ্টান্ত হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সভাপতিত্বে অসাধারণ অএ এই মাসিক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন মহোদ্বয় জেলা পুলিশ সুপার জনাব টিএম মুজাহিদুল ইসলাম পিপিএম বিপিএম বার।

সর্বশেষ খবর