গোমস্তাপুরে গরু চুরির দায়ে নুরু কসাইয়ের স্ত্রী রিতা বেগম কানসাটে আটক
ফরহাদ রাজ ফাহিমঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে গরু চুরির অভিযোগে রিতা বেগম নামে এক নারীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবি পুলিশ।
গত ০৪ ডিসেম্বর বুধবার ২টি গরু গোমস্তাপুর থানার শুক্রবাড়ী গ্রামের সুমনের বাড়ী হতে চুরি হয়।গরু দুটির মালিক সুমন (৪৮) গোমস্তাপুর থানায় ডায়রী করেন।
ডিবি পুলিশের এসআই আবু আবদুল্লাহ জাহিদ জানান, গত ৪ ডিসেম্বর রাতে গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ি গ্রামের সুমনের বাড়ি হতে দুটি গরু চুরি হয় বলে থানায় অভিযোগ দাখিল করেন সুমন। এর ভিওিতেই গরু দুটি উদ্ধারে অভিযান পরিচালনা করে গরু দুটি উদ্ধারে পুলিশ সহ্মম হয়েছে।
গরুর মালিক সুমন আমার বাংলা২৪কে বলেন, গোমস্তাপুর থানা পুলিশের কাছে তার দুটি গরু চুরি হেয়েছে এ বিষয়ে অভিযোগ করলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এসআই আবু আব্দুল্লাহ্ জাহিদের নেতৃতে সংঙ্গীয় ফোর্স নীয়ে কানসাট বাজার এলাকার কসাই নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি গরু ই উদ্ধার করেন।
এ সময় গরু চুরির অভিযোগে নুরুজ্জামানের স্ত্রী রিতা বেগমকে আটক করে ডিবি পুলিশ এর ঐ দল। কসাই নুরুজ্জামানের বিরুদ্ধেও এ রকম একাধিক অভিযোগ আছে বলে জানান এলাকাবাসী।
নুরুজ্জামান ওরফে নুরু কোথায় জানতে চাইলে এলাকাবাসী বলেন পালীয়ে বেরানোই ওর কাজ। পুলিশ তাকে গ্রেপ্তার করার আশ্ব্যাস প্রদান করেন বলেও জানিয়েছেন এলাকাবাসী। অভিযুক্ত নুরু কশাই এর খোজ খবর পেলেই তাকে আইনের সোপর্দ করতে এলাকাবাসিকে আহ্বান জানান ডিবি পুলিশের এস আই আবু আব্দুল্লাহ্ জাহিদ।