সব

রাষ্ট্রধর্ম ইসলাম বহাল না হলে লাগাতার কর্মসূচী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 28th March 2016at 12:44 am
38 Views

15স্টাফ রিপোর্টারঃ দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও ইসলামী দল সমূহের নেতৃবৃন্দরা বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল না হওয়া পর্যন্ত কোন ঈমানদারের ঘরে উঠার সুযোগ নেই। আমরা প্রয়োজনে লাগাতার কঠোর কর্মসূচী পালন করব।

রোববার তারা এক বিবৃতিতে বলেন- বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে এবং থাকবে, তা বহাল রাখতেই হবে। ৯৫% ভাগ মুসলিমের এ দেশে ইসলাম ও ইসলামী বিধান নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

রাষ্ট্রধর্ম ইসলাম বহাল না হওয়া পর্যন্ত কোন ঈমানদার মুসলমানের ঘরে উঠার সুযোগ নেই। প্রয়োজনে লাগাতার কঠোর কর্মসূচী পালনের মাধ্যমে ঈমানী ও নৈতিক অধিকার আদায় করা হবে ইনশাআল্লাহ।

ভ্রান্ত নাস্তিক – মুরতাদ ও ইসলাম বিরোধী বাতিল চক্র সরকার ও প্রশাসনকে ব্যবহার করে দেশ থেকে ইসলাম নির্মূল করার চতুরমুখী চক্রান্ত অব্যাহত রেখেছে।

এ ধারাবাহিক চক্রান্তের অংশ হিসাবে তারা সময় সময় ইসলাম নিয়ে তামাশায় মেতে উঠে। তাদের এ আশকারা ও দৌরাত্ম্য আর বাড়তে দেয়া যায় না।

শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বলেন- আমরা রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে রিট খারিজ করে ইসলাম, মুসলিম উম্মাহ ও এদেশের জনগণের আক্বিদা-বিশ্বাসের পক্ষে অবস্থান নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

মাননীয় রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার দুঃসাহস দেখাবেন না।

বিগত ২৮ বছর পর রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার দুঃসাহসিক রিট বাতিল করার পরিবর্তে ঘৃণ্য ষড়যন্ত্রে অগ্রসর হয়ে বিভ্রান্ত মুরতাদদের পক্ষ অবলম্বন করলে যেকোনো কঠিন পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে।

অপর এক বিবৃতিতে শীর্ষ উলামায়ে কেরাম বলেন, সরকারী দল বিরোধী দল এবং ঈমানের দাবীদার সকলকে আমাদের এ ঈমান ও দ্বীন রক্ষার আন্দোলনে শামিল হতে আমরা উদাত্ত আহবান জানাচ্ছি।

রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষার পক্ষে যে কোনো ইসলামী দলের সকল কর্মসূচীর প্রতি উলামায়ে কেরামের সার্বিক সহযোগিতা ও সমর্থন থাকবে।

বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখ আবদুল মোমিন, শীর্ষ আলেমে দ্বীন রাবেতা আলম আল-ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, মাওঃ মোহাম্মাদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আমীর মাওলানা আব্দুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত হাফেজ মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হজুরসহ প্রমুখ দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও ইসলামী দল সমূহের নেতৃবৃন্দরা স্বাক্ষর করেন।

সূত্র টাইম নিউজ

 


সর্বশেষ খবর