নড়াইলে আমন চাল সংগ্রহ এর উদ্বোধন করলেন ডিসি আনজুমান আরা
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার খাদ্যগুদামে মঙ্গলবার সকালে আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ডিসি আনজুমান আরা।
এ সময় উপস্থিত ছিলেন সদর ইউএনও সালমা সেলিম, সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী,।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবরের প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত, চানেল-৯এর ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, ও সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এবার জেলার মোট ৫০ জন মিল মালিকের নিকট থেকে প্রতি কেজি চাল ৩৬ টাকা দরে মোট ২ হাজার ৪শ’ ৩০ টন চাল সংগ্রহ করা হবে। প্রথম দিনে সংগ্রহ করা হয় মোট ৬০ টন চাল। উজ্জ্বল রায়, নড়াইল জেলা