চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্রের গুলি বিদ্ধ লাশ উদ্ধার
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ
চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার, কিরণগঞ্জ সীমান্ত এলাকা থেকে মোঃ আব্দুর রহীম নামের একজন ডিগ্রি পড়ুয়া কলেজ ছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ ।
সোমবার, সকালে গুলি বিদ্ধ লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহীম কিরণগঞ্জ সীমান্ত এলাকার ঝড়টোলা গ্রামের মোঃমুর্শেদ আলীর ছেলে এবং শিবগঞ্জ,দাদন চক আদিনা কলেজের ডিগ্রী পড়ুয়া ছাত্র।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জনাব মোঃ আতিকুল ইসলাম জানান, কিরণগঞ্জ সীমান্তের ১৭৮/১ নং সাব পিলারের পাশে সীমান্তের ২ থেকে আড়াই গজ ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় পাড়ে থাকা আব্দুর রহিমের লাশটি উদ্ধার করা হয়। তার শরীরের মাথা ও বুকে সটগানের গুলির চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাই নবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ৫৯,নং বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জনাব মোঃ সালাউদ্দীন জানান, গুলিবিদ্ধ হয়ে একজনের পড়ে থাকা ব্যাক্তির মৃত্যুর কথা শুনলেও সেটি বিএসএফের গুলিতে কি না তা নিশ্চিত নয়।