চট্টগ্রাম প্রেসক্লাবকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম নগরীর কতোয়ালীতে অবস্থিত চট্টগ্রাম প্রেসক্লাবকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রোববার রাতে এ ঘটনা ঘটে।কতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই শুশান্ত বিষয়টি নিশ্চিত করে জানান, দু’টি মোটর সাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত পরপর দু’টি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। বিষয়টি এখনো তদন্ত চলছে।