পদবঞ্চিত হতে পারে দুই মন্ত্রী
রাজনৈতিক সূত্রঃ আদালত অবমাননার দায়ে শেষ পর্যন্ত পদত্যাগই করতে হতে পারে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে।
তারা দু’জনই সর্বোচ্চ আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হয়েছেন। তাদের পদত্যাগের বিষয়টি আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
রোববার রায় ঘোষণার পর তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী দেখা করেননি। একটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে খুবই বিরক্ত।
রোববার সকালে আদালত অবমাননা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।
অনাদায়ে তাদের ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সূত্রটি বলছে, দুই মন্ত্রী যদি পদত্যাগ না করেন, তবে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি ওঠানো হবে এবং বৈঠকে যে কোনো ব্যবস্থাও নেয়া হতে পারে।