রায়পুরে ইউপি নির্বাচনে ২১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রায়পুর উপজেলায় আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ২১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার শেষ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বঃস্ফুর্তভাবে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে এ মনোনয়নপত্র গুলো জমা দেন। এদিকে ৩নং চরমোহনা ইউপিতে ১ও ২নং ওয়ার্ডে এবং সোনাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সদস্যপদে ৩জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ১নং উত্তর চর আবাবিল ইউপিতে চেয়াম্যান পদে ০৫জন, সংরক্ষিত আসনে ০৮জন ও সাধারণ সদস্য পদে ৩৬জন। ২নং উত্তর চরবংশী ইউপিতে চেয়াম্যান পদে ০৫জন, সংরক্ষিত আসনে ০৪জন ও সাধারণ সদস্য পদে ২৩জন। ৩নং চরমোহনা ইউপিতে চেয়াম্যান পদে ০৩জন, সংরক্ষিত আসনে ০৪জন ও সাধারণ সদস্য পদে ২৭জন। ৪নং সোনাপুর ইউপিতে চেয়ারম্যান পদে ০৪জন, সংরক্ষিত আসনে ০৭জন ও সাধারণ সদস্য পদে ৩২জন। ৮নং দক্ষিন চরবংশী ইউপিতে চেয়াম্যান পদে ০৬জন, সংরক্ষিত আসনে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল ও পরশু মনোনয়নপত্র বাছাই কার হবে। উল্লেখ্য আগামী ২৩ এপ্রিল উপজেলার এ ০৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।