আগুনে জ্বলছে সুন্দরবন
ডেস্ক রিপোর্টঃ সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প সংলগ্ন এলাকায় আগুন লেগেছে।
রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসনে আগুন লাগার খবর নিশ্চিত করে জানান, সকালে বন বিভাগ ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।